রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন জামায়াত আমির

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফরে যাচ্ছেন শনিবার (২২ নভেম্বর)।

দিনের কর্মসূচি অনুযায়ী, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

এরপর তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন”- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী শনিবার চট্টগ্রাম মহানগরীতে গুরুত্বপূর্ণ সফরে আগমন করবেন। তাঁর সফরকে ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।’

নির্বাচনকে সামনে রেখে আমিরের এই সফর ঘিরে চট্টগ্রাম জামায়াতের বিভিন্ন ইউনিটে ব্যাপক প্রস্তুতি চলছে। আমীরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মহানগর জামায়াত দৃঢ়ভাবে বিশ্বাস করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
বিএনপি নেতা-কর্মীদের বাগবিতণ্ডা / ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ