
শীতের আবহকে সামনে রেখে শীত আগমনী উৎসব পালন করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন বিডিজেএ, ঢাকা।
রাজধানীর পরিবাগ সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উৎসবে মিলিত হয় ঢাকায় মূল ধারার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিডিজেএ এর সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব সৈকত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এডভোকেট মোয়াযযম হোসেন হেলাল- এসিস্ট্যান্ট সেক্রেটারী, জামায়াতে ইসলামী। নাজিম উদ্দীন আলম - সাবেক এম পি, বিএনপি নেতা। বিলকিস জাহান শিরিন - সাবেক এম পি, সাংগঠনিক সম্পাদক, বি এন পি। অধ্যাপক ডা মেজর (অব) আব্দুল ওহাব মিনার- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ বি পার্টি। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ- জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। শেখ নেয়ামুল করীম - ঝালকাঠি ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী। আমান উল্লাহ আমান - সাংগঠনিক সম্পাদক, ছাত্র দল। শুবেচ্ছা বক্তবে উৎসবের আমেজ ধরে রেখে দেশের জন্য কাজ করার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ আয়োজন সৃষ্টিশীলতা, সহমর্মিতা ও আন্তরিকতার প্রতিফলন বলেও মন্তব্য করেন অতিথির। সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, আবু সালেহ আকন- সভাপতি, ঢাকা রিপোর্টার ইউনিটি। আবু জাফর সূর্য , সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
নজরুল ইসলাম মিঠু- সাবেক সভাপতি ঢাকা রিপোর্টার ইউনিটি। আসাদুজ্জামান সম্রাট - সিনিয়র সাংবাদিক মাইনুল হাসান সোহেল- সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার ইউনিটি।
এম এম বাদশাহ- সাধারণ সম্পাদক, ক্রাইম রিপোর্টারর্স এসোসিয়েশন (ক্রাব) গাজী আনোয়ার হোসেন - সহ সভাপতি, ঢাকা রিপোর্টার ইউনিটি। ধন্যবাদ জানান, উৎসব উপ কমিটির আহবায়ক ফাহিম মোনায়েম এবং সদস্য সচিব ইউসুফ বাচ্চু, সার্বিব ব্যবস্থাপনায় ছিলেন, মাহবুব জুয়েল, বুরহান উদ্দিন, মিজানুর রহমান মিন্টু এবং রাজু হামিদ।
মন্তব্য করুন