
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের ‘স্পেশাল কেয়ারে’ রাখা হয়েছে।
তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সোমবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের অবস্থার হঠাৎ অবনতি হয়।
মেডিকেল বোর্ডের ওই সূত্র এ বিষয়ে আর বিস্তারিত বলতে চাননি। তবে তিনি বলেছেন, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূল হলে তাকে বিদেশেও নেওয়া হতে পারে।
সাবেক এই প্রধানমন্ত্রীকে সরকার ইতোমধ্যে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে; যাতে তার নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী এসএসএফ মোতায়েন করা যায়। সোমবার রাতে এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, বসুন্ধরার যে বেসরকারি হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন, সেখানে নিরাপত্তার দায়িত্ব নিতে এসএসএফ সদস্যরা প্রস্তুত রয়েছেন। বিএনপি নেতাকর্মীরা গত কয়েক দিন ধরেই হাসপাতালের বাইরে ভিড় করছেন, এসএসএফ দায়িত্ব নিলে সেই সুযোগ আর থাকবে না।
এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার একটি কেবিনে রয়েছেন খালেদা জিয়া। নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে দেওয়া হয়েছে।
চীনের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ইতোমধ্যে ঢাকায় এসেছে। সোমবার রাতে তাদের এভারকেয়ার হাসপাতালে দেখা গেছে। চীনা চিকিৎসকরা কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন বলে জানান হাসপাতালের কর্মকর্তারা।
মন্তব্য করুন