মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ প্রকাশ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ এএম

বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ ও দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) দেয়া এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেন মোদি।

মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীরভাবে উদ্বিগ্ন তিনি। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভ কামনা।’

পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জানিয়ে মোদি লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য আমরা প্রস্তুত।’

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার রাতে ভেন্টিলেশনে নেওয়ার পর তাঁর অবস্থা ‘খুব ক্রিটিক্যাল’ বলে বিএনপির এক নেতা জানিয়েছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়া হাসপাতালের ‘স্পেশাল কেয়ারে’, নেওয়া হতে পারে বিদেশে
খালেদা জিয়া হাসপাতালের ‘স্পেশাল কেয়ারে’, নেওয়া হতে পারে বিদেশে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা বিএনপি পরিবারের খাবার বিতরণ
দোয়া চাইলেন তামিম ইকবাল  / খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা বিএনপি পরিবারের খাবার বিতরণ
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক
খালেদা জিয়ার সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের দোয়া মাহফিল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের দোয়া মাহফিল