রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া মিডিয়া এ্যান্ড কালচারাল সোসাইটির দোয়া মাহফিল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজধানীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া মিডিয়া এ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে এই আয়োজন করা হয়। এ উপলক্ষে রাজধানীর বারিধারায় জামিয়া আশরাফিয়ায় মাদ্রাসা এবং এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসা ও এতিমখানায় প্রায় ২০০ হাফেজ ও শিক্ষার্থী এ দোয়া মাহফিলে অংশ নেয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়া মিডিয়া এ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা আতিকুর রহমান রুমন।

এ সময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আতিকুর রহমান রুমন বলেন, বেগম খালেদা জিয়া কখনো কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। স্বৈরাচারের প্রস্তাবে দেশের বাইরে না গিয়ে কারাবরণ করেছেন। তবুও তিনি দেশ ছাড়েননি। দেশ ও দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, সেজন্য সবাই দোয়া করবেন।

মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া দেশের অভিভাবক। দেশবাসীর দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এই কামনা করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সহ-সভাপতি কে এম. রাশেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, প্রচার সম্পাদক জাহিন তালুকদার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক রাজু আরাফাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আজাদ আহমেদ, সহ-অর্থ সম্পাদক যায়েদ হোসেন মিশু ও সদস্য অরণ্য পাশা।

এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, সাহিনুর ইসলাম রনি, সাকিল আহমেদ, আবু হানিফসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। দোয়া মাহফিল শেষে হাফেজ ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
বিএনপি নেতা-কর্মীদের বাগবিতণ্ডা / ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ