
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ নেতা টনি বার্কের সঙ্গে বিএনপি অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর স্থানীয় কার্যালয়ে এই সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান।
বৈঠকের শুরুতে টনি বার্ককে তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং অস্ট্রেলিয়ার ভিসা আবেদন কেন্দ্র ঢাকায় স্থানান্তরের বিষয়ে ধন্যবাদ জানান প্রতিনিধি দলের নেতারা।
এরপর আসন্ন জাতীয় নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। পাশাপাশি অস্ট্রেলিয়ার মতো বন্ধুরাষ্ট্র এ বিষয়ে কী ধরনের ভূমিকা রাখতে পারে—সেদিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়।
জবাবে টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়া সবসময়ই চায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাক। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এছাড়া সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে কাজ করতে পারেন, সে বিষয়টিও কাম্য বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং কেবিনেট মিটিংয়ে উপস্থাপন করবেন এবং কীভাবে সহায়তা করা যেতে পারে তা পর্যালোচনা করা হবে। অস্ট্রেলিয়া এই পরিস্থিতিকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে বলেও আশ্বস্ত করেন তিনি।
বৈঠক শেষে বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছানের স্বাক্ষরিত দাবি-সম্বলিত একটি স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সদস্য এমএ ইউসুফ শামীম, সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, নিউ সাউথ ওয়েলস বিএনপির সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ এবং রেহানা আক্তার রানু।
মন্তব্য করুন