রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

৩২ বলে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন সূর্যবংশী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে ঝড় তুলে তারকা তকমা পেয়েছেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।

শুক্রবার (১৪ নভেম্বর) রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলের সংযুক্ত আরব আমিরাতে ১৫ ছক্কায় খেলা ঝোড়ো ইনিংসটিতে সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৩২ বলে, যা ভারতের ছেলেদের ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

ওপেনিংয়ে নামা সূর্যবংশী নিজের খেলা তৃতীয় বলে মারেন প্রথম চার, ষষ্ঠ বলে প্রথম ছয়। এরপর শুধু ব্যাটই চালিয়ে গেছেন এই বাঁহাতি। সূর্যবংশী ফিফটি পূর্ণ করেন ১৬ বলে। পরের ১৬ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। শতরানে পৌঁছানোর পথে ইনিংসের এগারোতম ওভারে হর্ষিত কৌশিককে টানা চার বলে মারেন ছক্কা, পঞ্চম বলে চার।

শেষ পর্যন্ত ১৩তম ওভারে মোহাম্মদ ফরাজউদ্দিনের বলে আহমেদ তারিককে যখন ক্যাচ দেন, সূর্যবংশীর নামের পাশে ৪২ বলে ১৪৪ রান, ১১টি চার ১৫টি ছক্কা।

সংযুক্ত আরব আমিরাত ২৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে আটকে যায়।

এর আগে গত বছর ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা ও উর্বিল প্যাটেল। ২০১৮ সালে ঋষভ পন্থ তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৩২ বলে।

এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস (আগের নাম ইমার্জিং টিমস এশিয়া কাপ) শুরু হয়েছে আজ। টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে টুর্নামেন্টে আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল।

আগামীকাল দুপুর সাড়ে বারটায় হংকং জাতীয় দলের বিপক্ষে খেলবে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ কখন কোথায় দেখে নিন এক নজরে
বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ কখন কোথায় দেখে নিন এক নজরে
মেসির হাত ধরে শিরোপা জিতল ইন্টার মিয়ামি
মেসির হাত ধরে শিরোপা জিতল ইন্টার মিয়ামি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে