রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ঘুরে দাঁড়ানো জয়ে পঞ্চমবার বিশ্বকাপে মদ্রিচ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেল ক্রোয়েশিয়ার আরেকটি বিশ্বকাপ খেলার টিকেট। দাপট দেখিয়েই তারা জিতেছে ফারো আইসল্যান্ডের বিপক্ষে। সব ঠিক থাকলে এটি হবে ক্রোয়াট কিংবদন্তি লুকা মদ্রিচের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ।

যদিও ক্রোয়াটরা আগে গোল হজম করে পিছিয়ে ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই সন্তুষ্ট থাকেনি, নিশ্চিত করেছে ৩-১ ব্যবধানে বড় জয়।

গোল খাওয়ার সাত মিনিট পরই ম্যাচে সমতা ফেরান জস্কো ভার্ডিওল। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন পিটার মুসা। ম্যাচে এগিয়ে যায় ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া।

পরে ৭০ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে জয়ের ব্যবধান আরও বড় হয় ক্রোয়েশিয়ার।

এই জয়ে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে 'এল' গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপের টিকেট পেয়ে গেছেন মদ্রিচ, ইভান পেরিসিচরা। পূর্ণ ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করেছে ফারো আইল্যান্ড।

বিশ্বকাপ নিশ্চিতের পর গাভারদিওল বলছেন, ‘ম্যাচ বাকি থাকতেই আমরা কোয়ালিয়াফায়ার উতরে লক্ষ্যে পৌঁছে গেছি। যা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। (লিগ পর্বের) শেষ ম্যাচ খেলতে মন্টেনিগ্রোতে আমরা স্বাচ্ছন্দের সঙ্গে যেতে পারব। তবে অবশ্যই পূর্ণ তিন পয়েন্ট আদায়ের লক্ষ্য থাকবে, কারণ প্রতিটি ম্যাচই প্রস্তুতির মঞ্চ। আসন্ন গ্রীষ্মে কী অপেক্ষা করছে এখনও অজানা।’

ইউরোপ থেকে সবার আগে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল ইংল্যান্ড। গত বৃহস্পতিবার দ্বিতীয় দল হিসেবে কিলিয়ান এমবাপের দল সেই লক্ষ্য অর্জন করে। ক্রোয়েশিয়াকে নিয়ে এখন পর্যন্ত ৩০টি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। আর বাকি ১৩টি দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ কখন কোথায় দেখে নিন এক নজরে
বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ কখন কোথায় দেখে নিন এক নজরে
মেসির হাত ধরে শিরোপা জিতল ইন্টার মিয়ামি
মেসির হাত ধরে শিরোপা জিতল ইন্টার মিয়ামি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে