রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বিমান থেকে ঝাঁপ, খোলেনি প্যারাশুট!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

বলিউড তারকা অজয় দেবগন স্কাই ডাইভিং করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি নিজের চোখের সামনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেখেছেন। ওই ব্যক্তির প্যারাশুট না খোলায় তিনি বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর আর রক্ষা পাননি।

বর্তমানে অজয় তার নতুন ছবি ‘দে দে পেয়ার দে টু’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। ছবির আরেক অভিনেতা আর মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই অভিজ্ঞতার কথা জানান। মাধবন অজয়ের প্রশংসা করে বলেন, অজয় ছবিতে বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার নির্ভীক সত্তার প্রমাণ।

তখনই অজয় দেবগন তার জীবনের সেই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। অজয় বলেন, ‘আমি সেখানে যাওয়ার পরপরই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। আমি দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই, কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরই স্কাই ডাইভিংয়ের জন্য আমার পালা ছিল।’

অজয়ের বাবা বীরু দেবগন বলিউডের অ্যাকশন দৃশ্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সিনেমায় অ্যাকশন দৃশ্য করা অজয়ের কাছে কখনোই কঠিন মনে হয়নি। তবে বাস্তবের স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত খারাপ।

অজয় দেবগন ও আর মাধবন অভিনীত ‘দে দে পেয়ার দে টু’ ছবিটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিটি ছাড়াও অজয় বর্তমানে ‘দৃশ্যম থ্রি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ কখন কোথায় দেখে নিন এক নজরে
বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ কখন কোথায় দেখে নিন এক নজরে
মেসির হাত ধরে শিরোপা জিতল ইন্টার মিয়ামি
মেসির হাত ধরে শিরোপা জিতল ইন্টার মিয়ামি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে