রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে জার্মানি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে জার্মানিকে অপেক্ষা করতে হয়েছে বাছাইপর্বের শেষ ম্যাচ পর্যন্ত। কারণ ২০২৬-এর শুরুটাই হয়েছিল হার দিয়ে।

স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সোমবার (১৭ নভেম্বর) রাতে ৬–০ গোলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জার্মানি।

ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে গোল–উৎসবের শুরু করে জার্মানি। নিক ভল্টামাডা দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। লেরয় সানের জোড়া গোলে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে নিজেদের নাম লেখান বাকু ও আসান ওয়েদরেগো।

গত জুনে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে টানা দুই পরাজয়ের পর, সেপ্টেম্বরে এই স্লোভাকিয়ার বিপক্ষে হেরেই বিশ্বকাপ বাছাইয়ে যাত্রা শুরু করে জার্মানি। পুরোনো ক্ষতে প্রলেপ দিয়ে পৌঁছে গেল ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে প্লে-অফে খেলবে স্লোভাকিয়া।

চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি ইতিহাসে কেবল দুবার বিশ্বকাপে খেলতে পারেনি—বিশ্বকাপের প্রথম আসর, অর্থাৎ ১৯৩০ সালে এবং ১৯৫০ সালে।

ম্যাচ শেষে জার্মান সম্প্রচারক ‘জেডিএফ’কে জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমান বলেছেন, ‘আজ সবাই দারুণ খেলেছে এবং একেবারে প্রাণপণ পরিশ্রম করেছে। আমরা অসাধারণ দলীয় স্পিরিট দেখিয়েছি এবং শুরু থেকেই মাঠে নিজেদের সেরাটা ঢেলে খেলেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ কখন কোথায় দেখে নিন এক নজরে
বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ কখন কোথায় দেখে নিন এক নজরে
মেসির হাত ধরে শিরোপা জিতল ইন্টার মিয়ামি
মেসির হাত ধরে শিরোপা জিতল ইন্টার মিয়ামি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে