
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে দুই দশকের লম্বা যাত্রায় অসংখ্য অবদান রাখা ব্যাটার মুশফিকুর রহিম আজ পৌঁছালেন এক অনন্য মাইলফলকে।
এবার তিনি ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল ১০ জন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের সকালে ৯৯ রানে অপরাজিত থেকে ব্যাট হাতে নেমে জর্ডান নেইলের বল লেগ-সাইডে ঠেলে পূর্ণ করেন ক্যারিয়ারের ১৩তম শতক।
৯৫ বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম এই ব্যাটার।
নিজেদের শততম ম্যাচে সেঞ্চুরি করে গ্রিনিজ, পন্টিংদের মতো ক্রিকেটারদের তালিকায় এখন মুশফিকের নাম। এবার ২০২৫ সালে এসে নিজের শততম ম্যাচে ১০৬ রান করে এই এলিট ক্লাবে ১১তম খেলোয়াড় হিসেবে যোগ দিলেন বাংলাদেশি এই কিংবদন্তি।
এই রেকর্ডে প্রথম নাম লেখান অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের কলিন কাউন্ড্রে, ১৯৬৮ সালে।
১৯৮৯ সালে ভারতের বিপক্ষে সেঞ্চুরিতে তাতে যোগ দেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ১৪৯ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। ইংল্যান্ডের আলেক স্ট্রুয়ার্ট। ২০০৫ সালে পাকিস্তানের ইনজামাম উল হক ভারতের বিপক্ষে শততম টেস্টে করেন ১৮৪ রান।
রিকি পন্টিং দুইবার নাম লেখান এই তালিকায়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ২০১২ সালে নিজের শততম টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৩১ রান।
মন্তব্য করুন