
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাজেভাবে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। তাই আইরিশদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। আর দুই দলই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। ফলে প্রথমে ফিল্ডিং করবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন