
ফিফা বিশ্বকাপের ড্র এমন একটি ইভেন্ট, যা চার বছর পরপর একবার আসে। ফুটবল–সমর্থকদের মধ্যেও বড়সড় প্রভাব ফেলে এটি। কারণ ড্র–ই ঠিক করে দেয় কোন দলের সামনে কেমন পথ অপেক্ষা করছে।
বিশ্বকাপ ড্র কীভাবে কাজ করে?
ড্র শুরু হবে পট–১ দিয়ে। পট থাকবে মোট ৪টি। প্রত্যেক পটে ১২টি প্লাস্টিক বল থাকবে। আর প্রত্যেক বলে কাগজে লেখা একটি করে দলের নাম। ১২টি করে চার পটে মোট ৪৮ দল।
পটের বলগুলো প্রতিনিধিরা মেশাবেন। প্রতিটি পট থেকে একটি করে বল (দল) তোলা হবে, আর গ্রুপে বসানো হবে। ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত ১২টি গ্রুপ। প্রত্যেক পট থেকে একটি দল সব গ্রুপে জায়গা পাবে। এভাবে ৪ দল নিয়ে একটি গ্রুপ হবে।
ড্র কবে ও কোথায় হবে?
আগামী শুক্রবার ৫ ডিসেম্বর, বাংলাদেশ সময় রাত ১১টায় ড্র অনুষ্ঠান শুরু হবে।
স্থান: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস।
আয়োজক
রেকর্ড ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফিফা ২০২৬ বিশ্বকাপ। কঠিন প্রতিদ্বন্দ্বী আর দুর্বল দলগুলোকে আলাদা করে ছড়িয়ে দিতে এই ড্রয়ে কিছু নতুন নিয়মও যুক্ত হয়েছে।
পট নির্ধারণেও আছে নিয়ম
ড্র শুরু হবে পট–১ দিয়ে। ফিফা নির্ধারিত ১২টি শীর্ষ বাছাই দল থাকবে ১ নম্বর পটে। সেখান থেকে গ্রুপ ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত রাখা হবে একটি করে দল।
র্যাংকিংয়ের শীর্ষ চার দল থাকবে ১ নম্বর পটে: স্পেইন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড।
পরের পাঁচ সেরা দল: বেলজিয়াম, ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল। তাদের সঙ্গে থাকবে তিন স্বাগতিক দেশ: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
তারপর যথাক্রমে পট–২, ৩ ও ৪ থেকে দল ওঠানো হবে।
বাকি আরও ছয় দল
বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ৪২টি দল। আগামী বছরের মার্চে ২২ দলের প্লে-অফ শেষে বাকি ছয় দলের টিকিট নিশ্চিত হবে।
ইউরোপ ব্যতীত দুই দল থাকবে না একই কনফেডারেশনের
কোনো গ্রুপে একই কনফেডারেশনের দুই দল থাকবে না। ব্যতিক্রম হলো ইউয়েফা। ১৬টি ইউরোপীয় দল থাকায় প্রত্যেক গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।
আগেই নির্ধারিত হয়েছে তিন স্বাগতিক দেশের গ্রুপ
মেক্সিকো— গ্রুপ ‘এ’
কানাডা— গ্রুপ ‘বি’
যুক্তরাষ্ট্র— গ্রুপ ‘ডি’
১ নম্বর পটে রয়েছে স্বাগতিক তিন দল। বাকি ৯টি দল নয় গ্রুপে রাখা হবে।
শীর্ষ দলগুলো কবে মুখোমুখি হতে পারে
২০২৬ বিশ্বকাপ ড্র শীর্ষ চার দলকে— স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডকে বিশেষ সুবিধা দিচ্ছে। টেনিস–স্টাইল ব্র্যাকেট অনুযায়ী চার দলকে আলাদা সেকশনে রাখা হবে। ফিফা বলেছে, যদি এই চার দল গ্রুপে প্রথম হয়, সেমিফাইনালের আগে দেখা হবে না তাদের।
লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেইনের মধ্যে ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
৪৮ দলের কোন দল কোন পটে
পট-১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেইন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।
পট-২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট-৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা।
পট ৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে–অফ বিজয়ী এ, বি, সি, ডি, আন্তঃমহাদেশীয় প্লে–অফ বিজয়ী ১ ও ২।
বিশ্বকাপ ড্র বয়কটের ঘোষণা ইরানের
ইরান বিশ্বকাপ ড্র বয়কট করেছে। যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে— শুক্রবার এ তথ্য জানিয়েছে ইরনার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
ইরানের ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির-মাহদি আলাভির বরাত দিয়ে বলা হয়েছে, ক্রীড়াগত বিষয় ছাড়িয়ে যাওয়া বিভিন্ন ভিসা–বাধার মুখে পড়তে হয়েছে কর্মকর্তাদের।
হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। আলাভি জানিয়েছেন, ফেডারেশন ফিফার সঙ্গে যোগাযোগ করেছে সমস্যার সমাধান আশা করে।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জুনে ১২ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল, যার মধ্যে ইরানও আছে। তবে বড় ক্রীড়া ইভেন্ট বিশ্বকাপ, অলিম্পিক ইত্যাদির জন্য অ্যাথলেট, কোচ বা প্রয়োজনীয় সদস্যদের বিশেষ ছাড়ের কথা বলা হয়েছিল। এই ছাড় ড্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তা পরিষ্কার নয়।
কীভাবে দেখবেন বিশ্বকাপের ড্র অনুষ্ঠান
২০২৬ বিশ্বকাপ ড্র সরাসরি দেখানো হবে ‘ফিফা ডটকম ‘এবং ফিফা বিশ্বকাপের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে। ফিফার মিডিয়া পার্টনাররাও ড্র সম্প্রচার করবে।
মন্তব্য করুন