রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

উজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ফিডিং কার্যক্রম উদ্বোধন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন কেন্দ্রে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ শহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামের আমির মো. আল আমিন সরদার, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল আজিজ।

উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাবিনা ইয়াসমিন, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা পারভীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুল ফিডিং কর্মসূচির প্রজেক্টর ডিরেক্টর শাহ আলম, ডিরেক্টর অপারেশন মো. মনজুর রহমান মাসুক, উজিরপুর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ওমর ফারুক প্রমূখ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান-১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ হাজার ৫৮১ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ে নাস্তা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়