রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

মাগুরায় বিএনপি নেতার অফিস ভাংচুর ও হামলার অভিযোগ 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

মাগুরার সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলামের আলমখালী বাজারে অবস্থিত রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে ব্যাপক ভাংচুর ও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায় মতে হাজরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সলেমান ও সাবেক সাধারণ সম্পাদক মতিয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা বিকাল থেকে দফায় দফায় হামলা ও ভাংচুর চালায়। এই ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত ও অন্তত ছয়টি মোটরসাইকেল ও অফিসের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করা হয়। আহতরা হলেন সাচানী গ্রামের কাশেম বিশ্বাসের পুত্র বাইসাইকেল মিস্ত্রি হামিদুল (৪০), রাজারামপুর গ্রামের আক্কাস মল্লিকের পুত্র প্রবাস ফেরত আতিয়ার মল্লিক ও রাজারামপুর গ্রামের কামরুল বিশ্বাসের পুত্র জাকারিয়া।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সংঘাত এড়াতে টহল জোরদার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়