রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, বিকালে শহিদুলসহ ৫-৬ জন বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। তবে বাকিরা দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।

গয়েশপুর সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহতরা মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়