রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
নকল ওষুধ বিক্রির দায়ে

টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকালে টাঙ্গাইল শহরের আকুর-টাকুরপাড়া এলাকায় লাজ ফার্মা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, লাজ ফার্মা থেকে ওষুধ ক্রয় করে ভুক্তভোগীর শরীরে পুশ করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। পরে মো. শফিকুল ইসলাম নামে এক ভোক্তা লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হলে নকল ওষুধ বলে প্রমাণিত হয়। এ অপরাধে আইন অনুযায়ী ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, ভেজাল ও নকল ওষুধ সাধারণ মানুষের জীবনে ভয়াবহ ঝুঁকি তৈরি করে। জনগণের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।

অভিযানে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর শাহেদা আক্তার, ড্রাগ সুপার জাফরসহ যৌথবাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়