
পিরোজপুরের ছারছীনা দরবার শরীফে তিনদিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আখেরি মোনাজাতের আগে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পীর ছাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। এ সময় তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ‘সুচিন্তিত পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান। আবেগের বশবর্তী না হয়ে যথাসময়ে দরবারের নির্দেশনার প্রতি সবার সংহতির কথাও উল্লেখ করেন তিনি।
মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব আস সাইদানী । তিনি বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার সম্পর্ক ইসলামের বন্ধনে গড়ে উঠেছে। ছারছীনার শিক্ষার্থীদের আলজেরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
আখেরি মোনাজাতে দেশ-জাতির পাশাপাশি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও সুস্থতার জন্য দোয়া করা হয়। পুরো এলাকা ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
মন্তব্য করুন