রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
ট্রাভেল পারমিট জটিলতা

দেশে ফেরা অনিশ্চিত সাবেক সংসদ সদস্য অভির

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির ট্রাভেল পারমিট সংক্রান্ত জটিলতা ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। এতে তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করেছেন কানাডায় অবস্থানরত এ সাবেক এমপি।

তিনি অভিযোগ করেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই ট্রাভেল পারমিট দেওয়ার কথা থাকলেও ১৭–১৮ দিন পার হয়ে গেলেও তিনি তা পাচ্ছেন না।

অভি জানান, গত ৬ নভেম্বর তিনি কানাডার অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসে টেলিফোনে যোগাযোগ করেন। পরবর্তীতে গত ১৪ নভেম্বর নির্ধারিত ফর্ম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েও কোনো ইতিবাচক সাড়া পাননি। দূতাবাসের পরামর্শে পররাষ্ট্র উপদেষ্টার বরাবর পৃথক আবেদন পাঠালেও এখন পর্যন্ত অনুমোদন মেলেনি। এতে তিনি হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, “দ্রুততম সময়ে ট্রাভেল পারমিট দেওয়ার নিয়ম থাকলেও অজানা কারণে আমাকে তা দেওয়া হচ্ছে না। দেশে ফিরতে চাই- এটাই আমার সাংবিধানিক অধিকার। আশা করি, কোনো রাজনৈতিক বিবেচনায় বিষয়টি আটকে রাখা হবে না।”

অভি জানান, তার বাংলাদেশি পাসপোর্টটির মেয়াদ ২০০৬ সালে শেষ হয়ে যায়। এরপর বহুবার নবায়নের আবেদন করেও সফল হননি। এ বিষয়ে তার আইনজীবী ২০১০ সালে হাইকোর্টে রিট করেন। ২০১৪ সালের ৪ এপ্রিল হাইকোর্ট তাকে দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট ইস্যুর নির্দেশ দেয়। একই বছরের ১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালেও দূতাবাস তখনও তার নামে ট্রাভেল পারমিট ইস্যু করেনি বলে তিনি দাবি করেন।

নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় গোলাম ফারুক অভি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির মনোনয়নে বরিশাল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে দেশ ত্যাগের পর থেকে তিনি কানাডায় বসবাস করছেন। তবে উজিরপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি এখনও সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অভি বলেন, “আগে দেশে ফিরি, তারপর উজিরপুর গিয়ে সিদ্ধান্ত নেব।”

তার রাজনৈতিক সহকর্মী উজিরপুর বাজার সমিতির সভাপতি সামসু সিকদার জানান, “অভি ভাই প্রায়ই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তবে রাজনীতি নিয়ে কখনো বিস্তারিত আলোচনা করেন না।”

উজিরপুরের ধামুরা গ্রামে তার বাড়ি ও অন্যান্য সম্পত্তির দেখভালকারী এনায়েত শরীফ বলেন, “দেশে না থাকলেও তিনি রাস্তা, স্কুল-কলেজ ভবন নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজে নিয়মিত নির্দেশনা দেন।”

স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে যে, দেশে ফিরলে অভি হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন। উজিরপুরের বাসিন্দা মাহফুজুর রহমান বলেন, “বরিশাল-২ আসনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে অনেকেই মনে করেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়