রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ, খামারে ১০৮ কবুতরের মৃত্যু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরায় বিষ প্রয়োগে এক খামারের ১০৮টি কবুতর মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক মো. রায়হান কবির অভিযুক্ত মো. ইসমাইল গাজীসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে সোমবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। একই দিন সকালে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল ও মামলার এজাহারসূত্রে জানা যায়, পদ্মশাখরা ফুটবল মাঠসংলগ্ন এলাকায় রায়হান কবির তার বসতবাড়িতে প্রায় ৩০০টির বেশি বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে একটি খামার পরিচালনা করতেন। তার খামারে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার কবুতর রয়েছে। তার খামার থেকে মাত্র ২৫০ গজ পশ্চিমে রয়েছে অভিযুক্ত ইসমাইল গাজীর সরিষার ক্ষেত।

রায়হানের অভিযোগ, তার কবুতর মাঝে মাঝে উড়ে ইসমাইল গাজীর সরিষা ক্ষেতে বসতো, যা নিয়ে ইসমাইল বহুদিন ধরে তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। হিংসার বশবর্তী হয়ে তিনি সুপরিকল্পিতভাবে সরিষা ক্ষেতে রাসায়নিক বিষ প্রয়োগ করেন। সোমবার কবুতরগুলো খামার থেকে উড়ে বের হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা আবুল হোসেন মানা একটি মৃত কবুতর নিয়ে রায়হানের বাড়িতে এসে জানান, ইসমাইল গাজীর ক্ষেতে আরও অনেক কবুতর মরে পড়ে রয়েছে। এছাড়া এখনো কিছু ছটফট করছে। পরে রায়হান দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার খামারের বিভিন্ন জাতের ১০৮টি কবুতর বিষক্রিয়ায় মারা গেছে।

রায়হানের দাবি, তার খামারের প্রতি হিংসা থেকে ইসমাইল গাজী ইচ্ছাকৃতভাবে সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে তার কবুতরগুলো হত্যা করেছে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি আরও জানান। এদিকে, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল গাজী পাল্টা রায়হানকে হুমকি ধামকি দেন। ক্ষতিগ্রস্ত রায়হান কবির দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রায়হান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়