শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ঢাকায় আজও ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ এএম

অনলাইন ডেস্ক : রাজধানীসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। দুদিন ধরে সূর্যের দেখা না মেলায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠাণ্ডা বাতাস। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা । সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে পুরো ঢাকা কুয়াশার চাদরে মুছে আছে। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে শহরের রাস্তাঘাট। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। সকাল পৌনে ৮টায়ও সূর্যের দেখা পাওয়া যায়নি।

ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম হলেও জীবিকার প্রয়োজনে যারাই ঘরের বাইরে বের হচ্ছেন বৃষ্টির মত কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় ভোগান্তিতে পড়ছেন। একাধিক গরম পোশাক গায়ে জড়িয়েও রেহাই মিলছে না কনকনে ঠাণ্ডার হাত থেকে।

সবচেয়ে বিপাকে পড়েছে ভবঘুরে ও শ্রমজীবীরা। রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের ভোগান্তির মাত্রা বেশি। তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে ভোরেই কাজ নেমেছেন তারা। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠাণ্ডায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির ৫০ থানায় পুলিশের বিশেষ মহড়া
ডিএমপির ৫০ থানায় পুলিশের বিশেষ মহড়া
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা
বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি?
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি?