বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
পিঁপড়া কেন সারবেঁধে চলে?
পিঁপড়া আমাদের পরিচিত প্রাণী। ঘরের আশপাশেই দেখা যায়, সারবেঁধে চলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন পিঁপড়ারা সারবেঁধে চলে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পিঁপড়ার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানতে হবে। পিঁপড়ারা অত্যন্ত সামাজিক প্রাণী। এদের জীবনযাপন একটি সুশৃঙ্খল সমাজের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি পিঁপড়া নির্দিষ্ট কিছু কাজের দায়িত্বে থাকে এবং এই দায়িত্ব পালনের জন্য তারা একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে। পিঁপড়ারা ফেরোমন নামের এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে। যখন কোনো একটি পিঁপড়া খাবারের সন্ধান পায়, তখন সে ফেরোমন নিঃসরণ করতে করতে তার বাসায় ফিরে যায়। এই ফেরোমনের গন্ধ অন্য পিঁপড়াদের জন্য একটি পথের সংকেত হিসেবে কাজ করে। এই সংকেত অনুসরণ করে বাকি পিঁপড়ারাও খাবার খুঁজতে একই পথে চলতে শুরু করে। এভাবে, একটির পর একটি পিঁপড়া একই পথ ধরে চলার কারণে একটি নিখুঁত লাইন তৈরি হয়। এই কৌশলটির মাধ্যমে তারা খুব সহজে এবং দ্রুত খাবার সংগ্রহ করতে পারে, যা তাদের টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শিশুকে যেসব খাবার দেয়া উচিত নয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়