
ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান আবারও চমক সৃষ্টি করলেন। রুপালি পর্দার বাইরে ক্রিকেটের সঙ্গে তার সংযোগ এখন আরও দৃঢ়। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী, শাকিব খান আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকবেন।
প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও বিনোদনপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এ কিং খান তার কথা রাখছেন।
আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল-এর ১২তম আসর। এবারে দল কমে অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ জানুয়ারি।
ঢাকার মালিকানায় রয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের টগি স্পোর্টস, চট্টগ্রামের ট্রায়াঙ্গেল সার্ভিসেস, রাজশাহীর নাবিল গ্রুপ ও সিলেটে ক্রিকেট উইথ সামি।
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার হিসাবে রূপালি পর্দায় আধিপত্য প্রতিষ্ঠার পর মাঠের খেলায়ও নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন শাকিব খান। পরপর দ্বিতীয়বার বিপিএলের দল কিনে যেন নতুন এক উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন ভক্তদের মাঝে।
মন্তব্য করুন