বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নাইট উপাধি পেলেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

‘নাইটহুড’ উপাধি পেয়েছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। এর মধ্য দিয়ে ব্রিটিশ ফুটবলের এক উজ্জ্বল অধ্যায় যোগ হলো নতুন মর্যাদায়। ফুটবল জগতের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম এখন ‘স্যার ডেভিড বেকহ্যাম’।

ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলে মঙ্গলবার (৪ নভেম্বর) এক অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন ৫০ বছর বয়সী বেকহ্যাম। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে রাজা চার্লস নিজ হাতে বেকহ্যামের কাঁধে তলোয়ার ছুঁইয়ে তাকে নাইটহুড প্রদান করেন।

ফুটবল মাঠে কিংবদন্তি সাফল্যের পাশাপাশি বিশ্বজুড়ে শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে ডেভিড বেকহ্যামের দীর্ঘদিনের কাজই এই স্বীকৃতির পেছনের মূল কারণ। এই সম্মাননা মূলত যুক্তরাজ্যের নাগরিকদের জন্য দেওয়া হয়, যারা দেশ, সমাজ বা মানবতার কল্যাণে অসামান্য অবদান রাখেন।

বিশেষ এই সম্মান পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বিশেষ এই সম্মাননা পেয়ে গর্বের শেষ নেই ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলারের।

“এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না আমি। মানুষ জানে আমি কতটা দেশপ্রেমিক, আমার দেশকে ভালোবাসি।”

অনুষ্ঠানে তার পাশে ছিলেন স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম, যিনি নিজেও ফ্যাশন দুনিয়ার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। বেকহ্যামের বাবা-মাও তার সঙ্গে ছিলেন।

রাজকীয় এই অনুষ্ঠানে রাজা চার্লস বেকহ্যামকে ঐতিহ্যবাহী ‘আরাইজ স্যার ডেভিড’ ঘোষণার মধ্য দিয়ে নাইট উপাধি প্রদান করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন রাজপরিবারের সদস্য, ক্রীড়া প্রশাসক ও কয়েকজন বিশিষ্ট নাগরিক। অনুষ্ঠানের পর ভিক্টোরিয়া বেকহ্যাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লেখেন, “আজ আমার স্বামী স্যার হয়েছেন—আর আমি তার লেডি!”

ইউনিসেফের বিশেষ দূত হিসেবে তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কাজ করছেন বহু বছর ধরে। তার প্রতিষ্ঠিত ‘মালিবু ফাউন্ডেশন’ আফ্রিকার বিভিন্ন দেশে ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে লাখো শিশুকে সহায়তা করেছে। সমাজসেবায় এমন নিষ্ঠা ও প্রভাবই তাকে ব্রিটেনের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

অবসরের পর বেকহ্যাম ফুটবলের সঙ্গে সম্পর্ক রেখেছেন মালিকানার মাধ্যমে—যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামি ফুটবল ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে। ক্লাবটি বর্তমানে মার্কিন ফুটবলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, বিশেষ করে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির যোগদানের পর। বিশ্লেষকরা বলছেন, মাঠের ভেতর যেমন তিনি অনুপ্রেরণা ছিলেন, অবসরের পর প্রশাসনিক ও সমাজসেবায়ও তিনি হয়ে উঠেছেন এক অনন্য দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাহানারার অভিযোগের পর নিগারের কড়া জবাব!
জাহানারার অভিযোগের পর নিগারের কড়া জবাব!
জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
বুধবার (৫ নভেম্বর) টিভিতে আজকের খেলা
বুধবার (৫ নভেম্বর) টিভিতে আজকের খেলা
দিয়াজের জোড়া গোল ও লাল কার্ড, তবুও জয় পেল বায়ার্ন
দিয়াজের জোড়া গোল ও লাল কার্ড, তবুও জয় পেল বায়ার্ন