বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জাহানারার অভিযোগের পর নিগারের কড়া জবাব!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতিকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা অভিযোগ তোলেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। অবশেষে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া জবাব দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

পেসার জাহানারা আলম দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সম্প্রতি সেখান থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ ও জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন।

বুধবার (৫ নভেম্বর) জ্যোতি লেখেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন! দলটা আমাদের সবার, এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এত নেগেটিভ statement, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে। আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন।’

তিনি আরও যোগ করেন, ‘যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা option তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু! শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় এলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’

জাহানারার বক্তব্য আলোড়ন তুলে ক্রিকেট মহলে। এই বক্তব্য নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, জাহানারার উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি জাতীয় নারী দলের সাবেক এক সদস্য গণমাধ্যমে কিছু মন্তব্য করেছেন, যেখানে তিনি বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এসব অভিযোগকে বিসিবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে, কারণ এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ নারী দল যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করছে, তখন এমন বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য অত্যন্ত দুঃখজনক। বিসিবি মনে করে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য দলের মনোবল নষ্ট করা এবং তাদের ঐক্যে আঘাত হানা।’

বিসিবি আরও উল্লেখ করে, ‘যিনি এমন মন্তব্য করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো কর্মকাণ্ড বা পরিকল্পনার সঙ্গে যুক্ত নন। তবুও তিনি প্রাসঙ্গিকতা ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন।’

সবশেষে বোর্ড জানায়, ‘বিসিবি নারী দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা রাখে। বোর্ডের তদন্তে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিসিবি দলের সদস্যদের পাশে থাকবে এবং তাদের সর্বাত্মক সহায়তা দেবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইট উপাধি পেলেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম
নাইট উপাধি পেলেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম
জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
বুধবার (৫ নভেম্বর) টিভিতে আজকের খেলা
বুধবার (৫ নভেম্বর) টিভিতে আজকের খেলা
দিয়াজের জোড়া গোল ও লাল কার্ড, তবুও জয় পেল বায়ার্ন
দিয়াজের জোড়া গোল ও লাল কার্ড, তবুও জয় পেল বায়ার্ন