বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বসনিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১১

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

উত্তর-পূর্ব বসনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। গণমাধ্যম জানায় বসনিয়ার তুজলা শহরের এক বৃদ্ধাশ্রমে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮-৪৫ মিনিটের কিছু পর বৃদ্ধাশ্রমটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে।

পুলিশের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসাকর্মী, বৃদ্ধাশ্রমের কর্মী এবং বাসিন্দারা রয়েছেন। প্রায় ২০ জনকে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, বসনিয়ার প্রধানমন্ত্রী নর্মিন নিকশিচ ঘটনাটিকে ‘একটি ভয়াবহ বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন।

বৃদ্ধাশ্রমের তৃতীয় তলায় বসবাসকারী রুজা কাজিক নামের এক বাসিন্দা বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ এক ধরনের বিস্ফোরণের শব্দে জেগে উঠি। জানালা দিয়ে দেখি ওপর থেকে জ্বলন্ত বস্তু পড়ছে। আমি দৌড়ে করিডরে বেরিয়ে যাই। ওপরের তলায় যারা আছে, তাদের মধ্যে অনেকে বিছানায় শয্যাশায়ী। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, ভবনের ওপরের তলা থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।

বৃদ্ধাশ্রমটির পরিচালক মিরসাদ বাকালোভিচ বলেন, যাদের এই আগুনে ক্ষতি হয়েছে, তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। যা ঘটেছে, তা দেখার পর আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বসনিয়া-হার্জেগোভিনার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির চেয়ারম্যান জেলকো কমশিচ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তুজলা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের মুখপাত্র জানিয়েছেন, কয়েকজন রোগী কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু খাওয়ার চেষ্টা, একজন গ্রেপ্তার
মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু খাওয়ার চেষ্টা, একজন গ্রেপ্তার
নিউ ইয়র্কে মামদানির জয়ের নেপথ্যে কে এই রামা দুয়াজি
নিউ ইয়র্কে মামদানির জয়ের নেপথ্যে কে এই রামা দুয়াজি
এবার ইয়েমেনে সৌদির ক্ষেপণাস্ত্র হামলা
এবার ইয়েমেনে সৌদির ক্ষেপণাস্ত্র হামলা
নিউইয়র্ক সিটির মেয়র কে এই মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র কে এই মামদানি