বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

শাহরুখ-দীপিকার ম্যাজিক ফিরছে ‘কিং’ ছবিতেও!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
শাহরুখ খান ও দীপিকা পাডুকোন
শাহরুখ খান ও দীপিকা পাডুকোন

বলিউডের 'বাদশা অফ রোম্যান্স' শাহরুখ খান তাঁর ৬০তম জন্মদিনের ফ্যান ইভেন্টে অনুরাগীদের জন্য নিয়ে এলেন জোড়া সুখবর। আসন্ন অ্যাকশন থ্রিলার ছবি ‘কিং’ এর টিজার ও ফাস্ট লুক প্রকাশ করার পাশাপাশি, তিনি নিশ্চিত করলেন যে এই উচ্চ-অ্যাকশন ছবিতেও তাঁর ট্রেডমার্ক রোম্যান্স বাদ যাচ্ছে না।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখকে সম্পূর্ণ অ্যাকশন-প্যাকড ভূমিকায় দেখা যাবে। তবে এক অনুরাগী যখন কৌতুহলী হয়ে জানতে চান, ছবিতে কিং খানের সেই চিরন্তন প্রেমের ছোঁয়া থাকবে কি না, তখন শাহরুখ তাঁর নিজস্ব ভঙ্গিতে রসিকতা করে উত্তর দেন। তিনি বলেন- ‘মেরে সাথ ফিল্ম মে দীপিকা পাডুকোন ভি হ্যায়। পেয়ার তো জরুর হোগা’! (আমার সঙ্গে ছবিতে দীপিকা পাডুকোনও আছেন। তাই প্রেম তো নিশ্চিতভাবেই থাকবে!)

তাঁর এই মন্তব্যে নিশ্চিত হয় যে বলিউড বক্স অফিসে সবচেয়ে সফল জুটিগুলোর মধ্যে অন্যতম শাহরুখ খান ও দীপিকা পাডুকোন আবারও পর্দায় তাঁদের অনবদ্য রসায়ন নিয়ে ফিরতে চলেছেন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ এবং জাতীয় পুরস্কার জয়ী ‘জাওয়ান’ এর সাফল্যের পর এই জুটির নতুন ছবি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

যদিও শাহরুখ খান ছবির প্লট বা অন্যান্য বিবরণ প্রকাশ করতে চাননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ‘কিং’ এর গল্পে পছন্দ, নৈতিকতা এবং মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তের গভীর বিষয়বস্তু অনুসন্ধান করা হবে।

‘কিং’ ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি এবং আরশাদ ওয়ারসি এর মতো তারকারা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছবির মাধ্যমেই শাহরুখ কন্যা সুহানা খান তাঁর বাবার সাথে প্রথমবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এছাড়া তরুণ অভিনেতা অভয় ভার্মা এবং রাঘব জুয়ালকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

সব মিলিয়ে, শাহরুখ খান নিশ্চিত করলেন ‘কিং’ কেবল একটি অ্যাকশন ফিল্ম নয় বরং রোম্যান্স ও গভীর বিষয়বস্তুর মিশ্রণে তৈরি এক জমজমাট প্যাকেজ হতে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুরোনো প্রেমে হানিয়া আমির !
পুরোনো প্রেমে হানিয়া আমির !
স্পাইডার-ম্যান ৪: আসছে ২০২৬-এ পর্দায় মহা ধামাকা
স্পাইডার-ম্যান ৪: আসছে ২০২৬-এ পর্দায় মহা ধামাকা
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
চলতি বছরের সর্বাধিক আয় রাশমিকার
চলতি বছরের সর্বাধিক আয় রাশমিকার