
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- সুমন, ইসমাইল, খোরশেদ ও রুবেল। তারা সবাই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।
রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ চাইল্যাতলী খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ দুজন।
স্থানীয়দের ধারণা, নিহত বাবলার সঙ্গে বিরোধের জেরে তার প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। যার নির্দোষ শিকার হতে পারেন বিএনপি প্রার্থী। বাবলাকে হত্যার জন্য এরআগেও কয়েকবার হামলা চালিয়েছিল প্রতিপক্ষ গ্রুপ। তার নামে ১৯টি মামলা আছে বিভিন্ন থানায়। যদিও তাকে নিজেদের কর্মী নয় বলে দাবি বিএনপির।
মন্তব্য করুন