বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

বাবল র‍্যাপ ফাটাতে এতো ভালো লাগে কেন ?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

অনলাইনে কোনও জিনিস কিনলে সেগুলি অনেক সময়েই বাবল র‍্যাপে মুড়ে বাড়িতে আসে। আর এই বাবল র‍্যাপ দেখলেই অনেকের হাত নিশপিশ করে। মনে হয়, কখন সেগুলি ফাটাবেন। কিন্তু কেন এমন মনে হয়? কেন এই বাবল র‍্যাপ ফাটাতে এত মজা? কী বলছে মনোবিদ্যা?

এই সামান্য প্লাস্টিকের বুদবুদ ফাটানোর মধ্যে এত আনন্দ কেন? এটা কি শুধু একটা মজার শব্দের কারণে, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে?

বিজ্ঞানীরাও আমাদের মতোই ব্যাপারটা নিয়ে ভেবেছেন। আর তাঁরা যা খুঁজে পেয়েছেন, তা কিন্তু দারুণ মজার! বাবল র‍্যাপ ফোটানোর মজাটা আসে মস্তিষ্ক থেকে। যখনই আমরা কোনো কাজ সফলভাবে শেষ করি, আমাদের মস্তিষ্ক নিজেকে একটা ছোট্ট পুরস্কার দেয়। এই পুরস্কারের নাম হলো ডোপামিন। একে আনন্দের হরমোনও বলা হয়। আমরা যখন পছন্দের কাজ করো, তখন ডোপামিন নিঃসৃত হয়। সে জন্যই পছন্দের কাজটা আমাদের ভালো লাগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মধু এক প্রাকৃতিক শক্তিশালী অ্যান্টিবায়োটিক!
মধু এক প্রাকৃতিক শক্তিশালী অ্যান্টিবায়োটিক!
পিঁপড়া কেন সারবেঁধে চলে?
পিঁপড়া কেন সারবেঁধে চলে?
শিশুকে যেসব খাবার দেয়া উচিত নয়
শিশুকে যেসব খাবার দেয়া উচিত নয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি