
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন।
বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে ড. রেজা কিবরিয়া বলেন, এরই মধ্যে আমি বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়।
উল্লেখ্য, ২০১৮ সালেৎৎর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে বিএনপি হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটিতে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। বাকি তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন