বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে স্থানীয় সরকার নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গর্ব হয়ে ইতিহাস গড়েছেন তিনজন বিজয়ী প্রার্থী। তারা হলেন- টাউনশিপ ট্রেজারার মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি, স্কুল বোর্ড ডিরেক্টর মোহাম্মদ হোসেন মিথুন, ৭ম জেলা কাউন্সিল সদস্য সায়মা দিশা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দেশজুড়ে বিভিন্ন স্টেট, কাউন্টি ও সিটিতে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি এবারও ছিল চোখে পড়ার মতো। তবে পেনসিলভেনিয়ার বাংলাদেশি অধ্যুষিত আপার ডার্বি টাউনশিপে ছিল ব্যতিক্রমী এক উচ্ছ্বাস ও টানটান উত্তেজনা— কারণ এই এলাকার ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

এর মধ্যে তিনজনের জয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে আনন্দ ও গর্বে ভরিয়ে দিয়েছে। স্থানীয় ভোটারদের ব্যাপক সাড়া, সংগঠিত প্রচারণা এবং কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা সাফল্য অর্জন করেন।

এই জয়কে প্রবাসীরা দেখছেন, `নেতৃত্ব ও মেধার স্বীকৃতি’ হিসেবে। স্থানীয় অনেকেই মনে করেন, এই ফলাফল বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততার এক উজ্জ্বল বাংলাদেশি কমিউনিটির গর্ব।

এই জয় কেবল ব্যক্তিগত অর্জন নয়— এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, অংশগ্রহণ ও নেতৃত্বের প্রতীক। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অবস্থান দিনদিন দৃঢ় হচ্ছে, এবং আপার ডার্বির এই সাফল্য তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্তসব বিজয়ী প্রার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই সাফল্য প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বলভাবে তুলে ধরা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিস্কার
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিস্কার
মেয়র নির্বাচনে জয়ের পর যে চ্যালেঞ্জের মুখে মামদানি
মেয়র নির্বাচনে জয়ের পর যে চ্যালেঞ্জের মুখে মামদানি
মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু খাওয়ার চেষ্টা, একজন গ্রেপ্তার
মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু খাওয়ার চেষ্টা, একজন গ্রেপ্তার
বসনিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১১
বসনিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১১