বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

‎বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদের সুযোগ নেই: এ্যানি 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

‎বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি দলীয় প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদের সুযোগ নেই, কর্তৃত্ববাদ নেই, দখলদারিত্ব ও প্রতিহিংসা নেই। বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান দেখিয়ে রাজনীতি করছে।

অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ মহোৎসব ‎ বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বাঙাখা ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গণে রাস পূর্ণিমা উপলক্ষ্যে অষ্ট প্রহরব্যাপী যজ্ঞ মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, তারেক রহমান লন্ডনে বসে সকলকে একত্রিত করে নেতৃত্ব দিচ্ছেন। সকল সম্প্রদায়ের মানুষের সাথে সুন্দর সম্পর্ক রেখে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছেন। ‎ ‎বিএনপি নেতা এ্যানি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যারা এ ভূখন্ডে বসবাস করি তারা সবাই বাংলাদেশী। কেউ আমরা মুসলমান সম্প্রদায়, কেউবা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, পাহাড়ি, মারমা, চাকমা, মগ, সবাইতো আছি। এটি হলো একটা রংধনু। রংধনুর যেমন সাতটি রং, তেমনি বিএনপির রাজনীতির মধ্যেও ওই রংধনুটি আছে। বিএনপিতে সব ধর্মের মানুষের সম্মানের জায়গা রয়েছে। এটিই ছিলো প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক দর্শন। ‎ ‎তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই রাজনৈতিক দর্শন নিয়েই আমরা গ্রামে-গঞ্জে কথা বলি। খুব সহজ ও স্বাভাবিক রাজনীতি। বিএনপির রাজনীতি কোন কঠিন বিষয় নয়। বিএনপির রাজনীতিতে হানাহানি নেই, মারামারি নাই, লুটপাট নাই, ফ্যাসিবাদী কোন শাসন নাই। ফ্যাসিস্ট ভূমিকায় অবতীর্ণ হওয়ারও কোন সুযোগ নেই। শৈরাচারী মনোভাবের কোন লক্ষণ নাই, কর্তৃত্ববাদী, হুমকি-ধমকি, মোড়লগিরি বিএনপির রাজনীতিতে নাই। ভবিষ্যতেও এটা থাকার কোন সুযোগ নাই বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। ‎ ‎শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আওয়ামী লীগকে প্রশ্ন রেখে বলেন, দলের নেত্রী পালিয়ে যেতে হবে কেন? তিনিতো প্রধানমন্ত্রী ছিলেন, তাদের একটা রাজনৈতিক ঐতিহ্য ছিলো দীর্ঘদিনের। তাহলে পালিয়ে গেলো কেন? কারণ দেশে থাকার মত কোন অবস্থা তারা রাখেনি। দেশের গণশত্রু –জনশত্রু, মুসলমানদের শত্রু, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সর্বপোরি সবার শত্রুতে পরিণত হয়েছে। ‎ ‎এ্যানি দলীয় নেতাদের উদ্দেশ্য করে হুশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা নিতে চায়, অপকর্ম করার চেষ্টা করে, তাকে বিএনপিতে রাখার কোন সুযোগ নেই। সে ব্যক্তি বিএনপি করারও কোন সুযোগ থাকবে না। ‎ ‎শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি বাবু নান্টু কর্মকার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ডাক্তার রত্মদিপ পাল ও হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শিমুল সাহাসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানকে জমকালো অভ্যর্থনা
মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানকে জমকালো অভ্যর্থনা
গণসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
গণসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
প্রথম আলো’র সম্পাদককে নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলো’র সম্পাদককে নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের প্রার্থী জোনায়েদ সাকি
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন / ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের প্রার্থী জোনায়েদ সাকি