বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম

সাভারে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা। আজ বুধবার (৫ নভেস্বর) সকাল থেকে আশুলিয়ার শিমুলিয়াতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ভাটায় ৬ লাখ টাকা আর্থিক জরিমানা ও এসব ভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস ও বিদ্যুৎ সংযো বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ অধিদপ্তর এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে। এজন্য পরিবেশ অধিদপ্তর যেসব প্রতিষ্ঠানের কারনে বায়ু ও পরিবেশ দুষন হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া শুরু করেছে। তারই অংশ হিসেবে আজ সকাল থেকে সাভারের শিমুলিয়া এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী অভিযান থেকে ওই এলাকার ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধসহ প্রস্তুতকৃত কাচা ইট ও চিমনি ধ্বসের কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিতভাবে এলাকাভেদে চালানো হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবলার চরে পূণ্য স্নানে শেষ হলো রাস উৎসব
দুবলার চরে পূণ্য স্নানে শেষ হলো রাস উৎসব
যশোর-নড়াইল মহাসড়ক থেকে ৩টি সোনার বারসহ একজন আটক
যশোর-নড়াইল মহাসড়ক থেকে ৩টি সোনার বারসহ একজন আটক
রাঙ্গাবালীতে প্রথমবারের মতো চরহেয়ার সৈকতে রাস উৎসব
রাঙ্গাবালীতে প্রথমবারের মতো চরহেয়ার সৈকতে রাস উৎসব
অপহরণের ২৩ দিন পর শ্বাসরুদ্ধকর অভিযানে ৪ জন উদ্ধার, আটক ৪
অপহরণের ২৩ দিন পর শ্বাসরুদ্ধকর অভিযানে ৪ জন উদ্ধার, আটক ৪