মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে ঢাকা-১২ থেকে দাঁড়াবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা-১২ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবো। এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানা-এর ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ ছাড়বেন তিনি।

ওই অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।’ এছাড়া, ১৪ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘যাদেরই রাজনীতি ও নির্বাচন করার ইচ্ছা আছে, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত। আমি নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে সিদ্ধান্ত নিলে অবশ্যই তফসিলের আগে পদ ছাড়বো।’ এনসিপিতে যোগ দিচ্ছেন কি না জানতে চাইলে আসিফ মাহমুদ বলেছিলেন, ‘এনসিপিতেই যাচ্ছি বিষয়টা এমন না, আমি পদত্যাগ করলে নানান বিষয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবো।’ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে, এরই মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়াও কয়েকটি আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকাও জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন