মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

তীব্র তুষারঝড় ও তুষারধসে কয়েকদিনে নেপালে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন ইতালীয় পর্বতারোহী। নেপালের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন দেশটির দুর্গম হিমালয় পর্বতমালায় গত কয়েক দিনে ওইসব ব্যক্তি নিহত হোন। আজ মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে পৃথক দুটি দুর্ঘটনায় ওই পবর্তারোহীদের প্রাণহানির ঘটেছে।

গতকাল সোমবার চীনের সীমান্তবর্তী নেপালের মধ্যাঞ্চলীয় ১৮ হাজার ৪৭১ ফুট উচ্চতার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পে ১২ জনের একটি দল তুষারধসের কবলে পড়ে।নেপালের ড্রিমার্স ডেস্টিনেশন নামের একটি অভিযাত্রী সংস্থার প্রতিনিধি ফুরবা তেনজিং শেরপা বলেন, ওই দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ইতালীয়, দুজন নেপালি, একজন জার্মান ও একজন ফরাসি পর্বতারোহী। ফুরবা তেনজিং শেরপা বলেন, তিনি সাতজনের মরদেহই দেখেছেন। দলের বাকি সদস্যদের মঙ্গলবার সকালে উদ্ধার করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোলাখা জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মাহাতো।

উদ্ধারকৃতদের মধ্যে দু’জন ফরাসি ও দু’জন নেপালি পর্বতারোহী।এর আগে, পশ্চিম নেপালে ২২ হাজার ৫৯৫ ফুট উচ্চতার পানবারি পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টার সময় দুই ইতালীয় পর্বতারোহীর প্রাণহানি ঘটে। শুক্রবার থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নেপালে পর্বত চূড়ায় আরোহণের সময় নিহত দুই নাগরিকের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন আলেসান্দ্রো কাপুতো ও স্তেফানো ফাররোনাতো।

বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে স্থানীয় কর্তৃপক্ষ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাচার মিটার উচ্চতায় তীব্র তুষারপাতের মধ্যে আটকা পড়েছিলেন।বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত; যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে। প্রতি বছর শত শত পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভ্রমণ করেন।শরৎকালকে হিমালয় অভিযানের জন্য দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় মৌসুম হিসেবে মনে করা হয়। যদিও বসন্তের তুলনায় এই মৌসুমে দিন ছোট, আবহাওয়া ঠান্ডা, বরফে ঢাকা পথ এবং শৃঙ্গে পৌঁছানোর সুযোগও সীমিত থাকে।

গত সপ্তাহে সাইক্লোন মন্থার প্রভাবে নেপালজুড়ে ভারী বৃষ্টি ও তুষারপাত দেখা দেয়। এতে জনপ্রিয় হিমালয় ট্রেকিং রুটগুলোতে বহু ট্রেকার ও পর্যটক আটকা পড়েন। হিমালয়ান ডেটাবেসের তথ্য অনুযায়ী, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত নেপালের বিভিন্ন পর্বত চূড়ায় দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১ হাজার ৯৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল এক-তৃতীয়াংশই মারা গেছেন তুষারধসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী