মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

কারাবন্দি ফিলিস্তিনিদের নির্যাতনে ইন্ধন দেওয়ার অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক শীর্ষ এক আইনজীবীকে (অ্যাডভোকেট জেনারেল)গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় গতকাল সোমবার ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই আইনজীবীর নাম ইফাত তোমের-ইয়েরুশালম। ইফাত তোমের-ইয়েরুশালমের পাশাপাশি আইডিএফের সাবেক আইনজীবী কর্নেল মাতান সোলোমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাইলি টেলিভিশন চ্যানেল কান বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি ইসরাইল ও মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। সেই চিত্রে দেখা গেছে, একটি ইসরাইলি বন্দিশালায় কারাবন্দি ফিলিস্তিনিদের নিষ্ঠুরভাবে আঘাত করছে ইসরাইলি সেনারা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৪ সালে দক্ষিণ ইসরাইলের সেদে তেইমেন সামরিক বন্দিশালায় ঘটেছিল এ ঘটনা।

ইফাত ও মাতানের বিরুদ্ধে অভিযোগ-তারা এই ঘটনার তদন্তে বাধা দিয়েছিলেন এবং সামরিক কর্তৃপক্ষকে এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। এ ছাড়া এই ভিডিও যেন সংবাদমাধ্যমের হাতে না পড়ে, সে জন্য পদক্ষেপও নিয়েছিলেন তিনি।কিন্তু তারপরও ফাঁস হয়ে গেছে এই ভিডিও। মূলত এ কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে ইসরাইলি পুলিশ। আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।

২০২১ সালে আইডিএফের শীর্ষ আইনজীবী হন ইফাত তোমের-ইয়েরুশালম। সেদে তেইমেন বন্দিশালায় ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক দেশের অভ্যন্তরে ও বর্হিবিশ্বে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গত শুক্রবার পদত্যাগ করেন তিনি। সূত্র : আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত