
		নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে চিহ্নিত চাঁদাবাজ রাসেল আহমেদ ওরুফে রাসেল জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (তোসোরা জানুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেলের বাড়ি চাঁদপুর সদরের রামদাসদীতে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল কারওয়ানবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তিনি কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি করতেন। ঢাকার পশ্চিম তেজতুরী বাজারের একটি বাসায় ভাড়া থাকেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।
মন্তব্য করুন