শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নৌবাহিনীর প্রধানের সঙ্গে কাতারের নৌবাহিনীর প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ এএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সফররত কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল আব্দুল্লাহ হাসান এম এ আল সুহাইতি নৌবাহনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে নৌবাহনী সদর দপ্তরে দুই দেশের নৌবাহিনীর প্রধানদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নৌবাহনী সদর দপ্তরে এসে পৌছালে তাকে স্বাগত জানানো।

এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে গুরুত্ব দেয়া হয়া। এসময় দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, শিখা অনির্বানে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আব্দুল্লাহ হাসান। সফরকালে সেনাবাহিনী প্রধান, বিমান বাাহনী প্রধান ও সশস্ত্র বাহিনীর ¯টাফ অফিসারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দুদিনের সফর শেষে আজ ঢাকা ত্যাগ করবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির ৫০ থানায় পুলিশের বিশেষ মহড়া
ডিএমপির ৫০ থানায় পুলিশের বিশেষ মহড়া
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা
বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি?
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি?