মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:১২ এএম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিসহ কিশোর গ্যাং এর সাতজনকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার সন্ধ্যা হতে মধ্যে রাত পর্যন্ত পুরান ঢাকার হাজারীবাগের ভাগলপুর লেন,কোম্পানি ঘাট,কালুনগর নতুন রাস্তা এলাকায় আজিমপুর সেনাক্যাম্পের ৪ বীর এর টহল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন সাগর ওরফে বুলেট (২০) জীবন (২০) সানি (২০) মারুফ (২৪) আকাশ (২২) ইমন হোসেন(২৩)তাদের সকলের বাড়িই হাজারীবাগ থানার ভাগলপুর লেন এলাকায়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ২৩টি মোবাইল, একটি হার্ডডিক্স, দশটি এটিএম কার্ড, বারোটি ঘড়ি, আটটি দেশীয় চাকু বা দেশিয় অস্ত্র, দুটি হাতুরি, ছয়টি হেডফোন, একটি টেপ রেকর্ডার, দুটি সিসি ক্যামেরা, একটি সিটি গোল্ড চেইন। দুটি সিটি গোল্ড বালা,চারটি পেন ড্রাইভ, তিন পিস ইয়াবা, বারো পুরিয়া হিরোইন, একটি শিশা খাওয়ার হুক্কা, একটি কালো মুখোশ, একটি শিশা ফ্লেবার, তিনটি মেমোরি কার্ড ও নগদ সাত হাজার একশত টাকা ।

এর আগে গত বছর ১৫ নভেম্বর হাজারীবাগ থানার এনায়েতগঞ্জে মিলাদ মাহফিল থেকে বাসায় ফেরার পথে হাজারীবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া কে একই দলের সদস্যরা তার উপর হামলা ও ছুরিকাহত করে।পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২০ নভেম্বর জিয়ার মৃত্যুবরণ করেন। রোববার রাতের অভিযানে সেনাসদস্যরা ভাগলপুর এলাকা থেকে চারজন কে আটক করে।

উল্লেখ্য ঢাকার বেড়ীবাঁধের গাবতলি হতে সোয়ারী ঘাট পর্যন্ত এলাকায় প্রায় প্রতিদিন মধ্যে রাত হতে ভোর পর্যন্ত বিভিন্ন ফল,সবজি,মাছের আড়তে যাতায়াতকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হচ্ছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আজিমপুর সেনাক্যাম্পের ৪ বীর এর টহল টিম রোববার সন্ধ্যা হতে মধ্যে রাত পর্যন্ত পুরান ঢাকার হাজারীবাগের ভাগলপুর লেন,কোম্পানি ঘাট,কালুনগর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিসহ কিশোর গ্যাং এই সাতজন কে আটক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে