
		নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে আপাতত ১০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগে এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিকে নিয়োগ দেয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের। গত পাঁচ মাসে পুলিশ এবং আনসারদের অবস্থার অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। গেলো সরকারের মানি লন্ডারিংয়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য নিয়ে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মন্তব্য করুন