
		নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সোয়া এগারোটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা।
পরে মিছিল নিয়ে মহাখালী টিবিগেইট পর্যন্ত যায়। সেখান থেকে মিছিলটি আমতলী মোড় ঘুরে ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এসময় কিছুক্ষণের জন্য আমতলী থেকে গুলশান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকে তিতুমীর কলেজের নামের জায়গায় তিতুমীর বিশ্ববিদ্যালয় নামের ব্যানার টানিয়ে দেয়। ক্যাম্পাসের ভিতরের বিজ্ঞান ভবনেরও নাম পরিবর্তন করে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের ব্যানার লাগিয়ে দেয় আন্দোলনকারীরা।
এসময় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সাথে মন্ত্রণালয় দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তারা।
মন্তব্য করুন