
		অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানা এলাকায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ প্যালেস সমাজ কল্যাণ সোসাইটি ও ঢাকা মহানগর দক্ষিণের ২৫নং ওয়ার্ড বিএনপি আলাদা আলাদাভাবে এই কম্বল বিতরণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।
এদিন বিকেলে ফ্রেন্ডশিপ প্যালেস সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ওয়েষ্ট এন্ড হাইস্কুল প্রাঙ্গণে এক হাজার সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান সমাজের বিত্তবান এবং সামাজিক সংগঠনগুলো সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ প্যালেস সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুল মতিন, সংগঠনের সভাপতি মো: ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মো: মঞ্জুর হোসেন মিন্টু ও জাহাঙ্গীর আলম শ্যামল প্রমুখ।
পরে রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২৫নং ওয়ার্ডের উদ্যোগে পুরান ঢাকার লালবাগের চৌধুরী বাজার মোড়ে সুবিধাবঞ্চিত এক হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ।
কম্বল বিতরণের পূর্বে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এছাড়া গত সাড়ে ১৫ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার কারাগারে শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হামিদুর রহমান মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক তাসাদ্দে হোসেন বাবলু, ২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামল, সহ-সভাপতি, মাসুম আহমেদ, ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা মাহাবুব ও টিউলিপ প্রমুখ।
মন্তব্য করুন