মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অর্থ ছাড়াই আজিমপুর কবরস্থানে দাফনের সুযোগ দেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন বিনামূল্য করার দাবিতে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলনের সদস্যরা। শুক্রবার বাদ জুম্মা আজিমপুর কবরস্থানের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। দাবি পূরণ না হলে ঢাকার নাগরিকদের নিয়ে নগর ভবন ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন বক্তারা।

এসময় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার মরদেহ দাফন ও সনাতন ধর্মাবলম্বীদের দাহ বিনামূল্যে করতে হবে। গণসংহতি আন্দোলনের কে›ন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মুনীর উদ্দীন পাপ্পু বলেন, কবরস্থানে দাফনের নামে কোন টাকা আদায় বা চাদাবাজি চলবে না। সিটি কর্পোরেশন নগরবাসীর সেবাধর্মী প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি আরও জানান, ঢাকার মূল জনসংখ্যার প্রায় এককোটি নাগরিক ঢাকা দক্ষিণে বসবাস করেন। কিন্তু সকল নাগরিক সুবিধা থেকে ঢাকাবাসী বঞ্চিত। সেবামূলক সকল কাজগুলোই বানিজ্যায়ন করা হচ্ছে। সিটি কর্পোরেশনকে এমন ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। কবরস্থানে দাফন ও শ্মশানে দাহ বিনামূল্যে করতে হবে।

মানববন্ধনে লালবাগ থানার আহবায়ক ইসমাইল হোসেন টিটোর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো: সেলিমুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক সাইফুদ্দিন আহমেদ ফায়সাল, লালবাগ থানার সদস্য সচিব বাহাউদ্দীন, চকবাজার থানার আহবায়ক মো:আলী, বংশাল থানার আহবায়ক জয় ভৌমিক, কোতয়ালী থানার আহবায়ক মো:হাসান, বংশাল থানার সদস্য সচিব আহম্মদ উল্লাহ সুমিত, চকবাজার থানার সদস্য সচিব হাসান, কোতয়ালী থানার সদস্য সচিব ফারুক হাওলাদারসহ আরও অনেকে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের আমলে শেষ দুই বছর তিন মাস দাফন বিনামূল্যে করা হয়েছিলো। মেয়র খোকন কর্পোরেশনে তার ঐচ্ছিক তহবিল থেকে ঠিকাদার কে দাফনের বিল পরিশোধ করতেন।একই সময়ে মৃত্যু সনদ গ্রহনে ফর্মের মূল্য ২৫ টাকা ও নকল উঠাতে মৃত্যু সনদ ফি ছিলো মাত্র ২৫ টাকা। সবমিলিয়ে মৃতদের স্বজনদের মৃত্যু নিবন্ধন উঠাতে খরচ হতো মাত্র ৮৫ টাকা।

তবে মেয়র তাপস দায়িত্ব গ্রহনের পর মৃত্যু রেজিষ্ট্রেশন ফি এক লাফে একহাজার টাকা করে দেন। এ ছাড়াও স্থায়ী কবর বা কেনা কবর হিসেবে প্রচলিত প্রথা বাতিল করে মেয়র তাপস চার স্তরের লিজ প্রথা চালু করেন। দশ বছর একটি কবর সংরক্ষণ বা লিজ নিলে পাঁচ লাখ, পনেরো বছর দশ লাখ, বিশ বছর পনেরো লাখ ও পঁচিশ বছর বিশ লাখ টাকা নির্ধারণ করেন। এ ছাড়াও ব্যারিস্টার তাপস কেনা কবরে মরদেহ দাফনে পনেরো হাজার দুই শত টাকা থেকে বাড়িয়ে একান্ন হাজার টাকা ফি নির্ধারণ করেন।

আজিমপুর কবরস্থানে মরদেহ দাফনে আওয়ামী সরকারের আমলে তৈরি হয় নৈরাজ্যকর পরিস্থিতি। সেবা ধর্মী সিটি কর্পোরেশনকে বানিজ্যিক প্রতিষ্ঠানের আদলে সকল খাতই লাভজনক করার উদ্যোগ নেয়া হয়। রাস্তাঘাট, বাসটার্মিনাল, সিএনজি, লেগুনা স্ট্যান্ড, বাড়ি বাড়ি হতে ময়লা অপসারন সকল ক্ষেত্রেই দলীয় লোকদের ইজারা দিয়ে পুরান ঢাকাবাসীর বসবাসে সেবাদানের বদলে জুলুম অত্যাচারের শাসন-শোষণ প্রথা চালু করে ঢাকা দক্ষিণ সিটি মেয়র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে