
		নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিনিয়োগ। খুব শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে। তখন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।
এছাড়াও বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
মন্তব্য করুন