
		অনলাইন ডেস্ক : রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে একটি গ্যারেজ। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮ টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ৫ মিনিটে কন্ট্রোল রুমে আগুন লাগার খবর আসে। এর পরেই ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি।
মন্তব্য করুন