
		নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার নির্দেশে বিচার বিভাগকে ব্যবহার করে যেসব বিচারক খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে, তাদের বিচার দাবি করেছে বিএনপি।
আজ (সোমবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনার মহাদুর্নীতি নিয়ে যাতে কেউ কথা বলতে না পারে সেজন্যই খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছিলো।
শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির সব তথ্য একে একে এখন বেড়িয়ে আসছে। এসময় তিনি আরো আভিযোগ করেন, শেখ হাসিনা নিজ দেশের স্বাধীনতা সার্বভৗমত্বকে দুর্বল করেছে।
মন্তব্য করুন