মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নতুন কর আরোপে মানুষের কষ্ট বাড়বে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ এএম

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের নতুন কর আরোপের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। কর না বাড়িয়ে খরচ কমানোর পরামর্শও দিয়েছে দলটি। গুলশানে দলের চেয়াপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি সরকারের একশ’টি পণ্যের উপর কর আরোপের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন।

এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অন্তর্বতী সরকারকে সেই ভঙ্গুর অর্থনীতিকে দক্ষতার সাথে পরিচালনা করতে হচ্ছে। তবে কর বাড়ানোর সিদ্ধান্ত মোটেও কার্যকরী সিদ্ধান্ত নয়।

কর না বাড়িয়ে বিএনপি মহাসচিব অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকান্ড, পরিচালন ব্যয় কমানো এবং স্বায়ত্ত্বশাসিত সংস্থাগুলোকে দেওয়া ঋণ বাজেট কমানোর দিকেও নজর দেয়ার পরামর্শ দেন।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার একটি অন্তর্বতী বাজেট দিতে পারতো।

ভুল নীতিমালা গ্রহনের মাধ্যমে আবার দু:শাসন ফিরিয়ে না এনে দেশের মানুষের কথা মাথায় রেখে পরিকল্পনা গ্রহনের জন্য অন্তবর্তী সরকারের প্রতিও আহ্বান জানান বিএনপি নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে