
		নিজস্ব প্রতিবেদক : অর্থনৈতিক সংস্কারে মনোযোগ না দিয়ে উচ্চমূল্যস্ফীতিতেও শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধিকে সরকারের চরম অবিবেচনা বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে অংশ নেয়া ব্যবসায়ীরা মন্দা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান। তবে সংস্কার টেকসই করতে নির্বাচিত সরকারের উপর গুরুত্বারোপ করেন রাজনৈতিক নেতারা। অর্থনীতিবিদ, রাজনীতিকরা বলছেন, অর্থনীতি এখনও স্থিতিশীল নয়, উচ্চ মূল্যস্ফীতিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রনয়ণ কমিটি আয়োজনের এই সিম্পোজিয়ামে তারা মনে করিয়ে দেন বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনও আছে। রাজনীতিবীদ ও বিশিষ্টজনরা বলন, বিগত সরকারকে যারা সহায়তা করেছে তাদেরও বর্তমান পরিস্থির দায় নিতে হবে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, গত ১৫ বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র।অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহানের পরামর্শ, বিগত সময়ে সরকারের জবাবদিহিতা না থাকায় অর্থনৈতিক সমস্যা জটিল থেকে জটিল হয়েছে।এসব বক্তব্যের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সরকারি কাজে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে। নৈতিক মূল্যবোধ ফিরিয়ে এনে অর্থনৈতিক বৈষম্য দুর করতে চান বাণিজ্য উপদেষ্টা শারমিন মুরশিদ।
মন্তব্য করুন