
		নিজস্ব প্রতিবেদক: গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় রামপুরার ডেলটা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে রিকশাচালক মো. ইসমাইল নিহতের মামলায় গ্রেপ্তার চিকিৎসকসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই মামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে নিন্দা জানিয়েছে বিএনপি। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘বিভিন্ন মিডিয়াতে ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের নির্মমতায় শহীদ ইসমাইলের মাথার একটা অংশ থেতলে গিয়ে সে পড়ে ছিল। সেই অবস্থায় চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে তাঁর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেন। অথচ সেই চিকিৎসককে আজ হত্যা মামলার আসামি করা হয়, যা অত্যন্ত দুঃখজনক।’
এতে তিনি আরও বলেন, ‘যে পুলিশ গুলি করে ইসমাইলের মাথার খুলি উড়িয়ে দেন এবং কর্তব্যরত চিকিৎসককে সেবা প্রদানে বাধা দেন, সেই পুলিশই আবার ঐ ডাক্তারের হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। অথচ হত্যার সাথে জড়িত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও দৃশ্যমান নয়। এইসব হত্যাকাণ্ডের পেছন থেকে যারা কলকাঠি নেড়েছেন, নির্দেশদাতা ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।’
এভাবে একজন চিকিৎসককে হয়রানি যেন অতীতের ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনেরই প্রতিচ্ছবি উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘যেখানে চিকিৎসকদের কোনো অনিয়ম তদন্ত করার ক্ষেত্রে সরকার কর্তৃক নিয়োজিত বিএমডিসি আছে, যারা তদন্ত সাপেক্ষে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো, সেখানে কোনো ধরনের তদন্ত ছাড়াই চিকিৎসকদের এমন হয়রানি কোনো ভয়ংকর ষড়যন্ত্রের অংশ কি না তা খতিয়ে দেখা জরুরি।’
মন্তব্য করুন