
		মাবুদ আজমী: স্মার্টকার্ড বিতরণ না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনেক ওয়ার্ডে মিলছে না ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য। সুবিধাভোগী নিম্নআয়ের মানুষের অভিযোগ সিটি করপোরেশন থেকে দেয়া হচ্ছে না স্মার্টকার্ড। আগের কার্ড থাকলেও পণ্য পাচ্ছেন না তারা। ডিলাররা পণ্য না পেয়ে ঘুরছেন সিটি করপোরেশন ও টিসিবির কার্যালয়ে। কিন্তু মিলছে না সমাধান। এতে কষ্টে দিন কাটছে সাধারণ মানুষের।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড তেজতুরি পাড়ার বাসিন্দারা ডিলারের দোকানে প্রতিদিন ভিড় করেন টিসিবির পণ্য নিতে। কিন্তু টিসিবি থেকে এখনো পণ্য না আসায় বিতরণ করতে পারছেন না ডিলাররা।
নিত্যপণ্যের চাড়া বাজারে স্বল্পমূল্যে পণ্য কিনতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
ডিলাররা বলছেন সুষ্ঠুভাবেই পণ্য গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন তারা। তবে সিটি করপোরেশন থেকে স্মার্টকার্ড বিতরণ না করায় টিসিবি পণ্য দিচ্ছে না। এজন্য উত্তর সিটির জোনাল অফিসে ঘুরলেও কর্মকর্তা কোন সদুত্তর দিতে পারছেন না বলে অভিযোগ তাদের।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বেশিরভাগ ওয়ার্ডে এখনো মিলেনি টিসিবির পণ্য। কারণ হিসেবে স্মার্টকার্ড না বিতরণের অজুহাত দেখাচ্ছেন আঞ্চলিক নিবার্হী কর্মকর্তারা। কবে নাগাদ মিলবে টিসিবির পণ্য তাও জানাতে পারছেন না তারা।
মন্তব্য করুন